সিলেট প্রতিনিধি:
গত রাত দিবাগত ৩ টার দিকে সিলেটে দক্ষিণ সুরমায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় চারজনকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মো. মানিক মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।এই সব ঘর মানুষরা টের পেয়ে স্থানীয়দের খবর দেয়। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসময় তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ ঢাকা দক্ষিণ গ্রামের মো. মাইন উদ্দিন ওরফে মঈনুদ্দিনের ছেলে মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল আহমদ (২৪), বিশ্বনাথ উপজেলার বৈরাগী মাঝপাড়া গ্রামের হাছন আলীর ছেলে আরব আলী (২৮) ও তার ভাই জীবন মিয়া (২০) এবং বালাগঞ্জ উপজেলার আজিজপুর গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মহিবুর রহমান (৩২)