সিলেটের জকিগঞ্জ উপজেলা ব্যাপি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়।
২৭ মে, শুক্রবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সিলেটে সহ জকিগঞ্জ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৪০০ পরিবারকে ৫ কেজি চাল/২ কেজি আলু/১ লিটার তৈল/১ কেজি ডাল, ত্রান বিতরণ করেন।
ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক – ড. রেজা কিবরিয়া, সাথে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব, জুবায়ের আহমেদ তুফায়েল,ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি শাহনেওয়াজ চৌধুরী রাহাত, উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ যুগ্ম আহবায়ক, নাজমুস সাকিব, যুগ্ম সদস্য সচিব, আব্দুলাহ আল মামুন সুজন, উপস্থিত ছিলেন জকিগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, শাকিল চৌধুরী,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জকিগঞ্জ যুব অধিকার পরিষদ আহবায়ক, হামিদ আহমেদ, সদস্য সচিব আহমদ আল ফয়েজ, ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলার সমাজ সেবা সম্পাদক জাহিদ হোসেন চৌধুরী, সহ জকিগঞ্জের গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদের নেতা কর্মী