সিলেট প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকের বাজারে নিজ বাড়ির সামনে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ
বুধবার (১৮ মে) চকের বাজার শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়,
নিহত যুবক সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের আপন চাচাতো ভাই ও সিলাম শেখ পাড়া গ্রামের মৃত তিতন শাহ’র ছেলে শাহ মাহি আহমদ (২১)। এ ঘটনায় ট্রাক চালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র মোগলাবাজার থানা পুলিশ ।
স্থানীয় সূত্র জানা যায় শাহ মাহি তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় বাড়ির পাশেই শাহ তৈয়ব ছয়লানি (র.) মসজিদের সামনে যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা মালবোজাই ট্রাক তাকে চাপা দেয়।
এতে মাহির মাতা ও শরীরে আঘাত প্রাপ্ত হয়ে নিচে পড়ে যান। চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক শাহ মাহির পরিবার সূত্র জানিয়েছে, বর্তমানে মাহির মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই শাহ শিপলু জানান, আমরা এখনো জানাযার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌছতে পারিনি। বিষয়টার একটা সুরাহ হলেই জানাযার তারিখ ও সময় জানানো হবে।