নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ২৫০ শ দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে আমতলা সোলজার বন্ধু মহল।
১লা মে শনিবার বাদ আসর থেকে রাত ৮ টা পর্যন্ত এনায়েতনগরের প্রেমরোডস্থ সোলজার বন্ধুমহলের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহআলম কুটুন ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাগর মল্লিক।
ধর্মগন্জ, আমতলা, হরিহরপাড়া, ঢালীপাড়া, মুসলিমনগর এবং মুন্সীবাড়ী এলাক বসবাসকারী ২৫০ জন দুঃস্থ মানুষের মাঝে সেমাই চিনি বিতরন করা হয়।
এসময় সোলজার বন্ধু মহলের মুখপাত্র মোঃ নুর আলম ভুইয়া রাজীব বিপি নিউজকে বলেন, আমাদের এই অন্চলটি শ্রমিক অধ্যুষিত। তাই জীবকার তাগিদে তারা পরিবার নিয়ে এলাকায় বসবাস করে। পরিবার নিয়ে চলতে তাদের অনেক কষ্ট হয়। এবিষয়টি চিন্তা করে ঈদ সামগ্রী বিতরনের এই উদ্যোগ। ভবিষ্যতে মানবতার পক্ষে আরো কাজ করবে সোলজার বন্ধু মহল।
এসময় আরো উপস্থিত ছিলেন সোলজার বন্ধু মহলের মারুফ, বাবু, মুকুল, জায়দুল, মাহবুবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।