৮ বছরের বালককে যৌন নির্যাতনে নারী গ্রেফতার
৮ বছরের এক বালককে মারধর ও যৌন হয়রানির অভিযোগে ৪২ বছরের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির দ্বারকায়। খবর নিউজ এইটিনের।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী আট বছর বয়সী এক কিশোর। ৮ বছর বয়সী ওই ছেলেটিকে কেবল মারধরই করেননি, তার পায়ুদেশে কোনো বস্তুও প্রবেশ করিয়ে দেন ওই নারী। ঘটনার পরে সে তার মাকে জানায় যে অভিযুক্ত প্রথমে তাকে সজোরে আঘাত করেন এবং পরে সেক্টর ২২-এর একটি আবাসিক ভবনের ছাদে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন।
পুলিশ আরও জানায়, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তারা এই ঘটনার কথা জানতে পারে। ছেলেটির মা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, তার ছেলে যখন খেলছিল, তখন অজ্ঞাত পরিচয় এক নারী তার ছেলেকে হঠাৎই মারধর করে। তদন্তের সময়ে ওই কিশোরের মায়ের বক্তব্যের সত্যতার প্রমাণ মিলেছে।
৪২ বছর বয়সী ওই নারীর নাম কবিতা। এই নৃশংস ঘটনার প্রায় তিন দিন পর ওই নারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় ওই নারী জানিয়েছেন, তিনি ছেলেটিকে চড় মেরেছেন এবং পরে তার গোপনাঙ্গে একটি বস্তু ঢুকিয়ে যৌন নির্যাতনও করেছেন।