১৫-২০ হাজার কোটি টাকার কাজ আনতে পেরেছে শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, রাস্তা-ঘাট কালভার্ট-ব্রিজ তো হচ্ছে। তার চেয়ে আমি বেশি প্রয়োজন মনে করি মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে এটাকে একটা শান্তির ইউনিয়ন করা সম্ভব। চলেন এমন একটা আদর্শ ইউনিয়ন গড়ে তুলি। যেখানে বাচ্চারা মুরব্বিদের সম্মান করবে, থাকবেনা কোন সন্ত্রাস, মাদক। আমাকে কাজে লাগান। আমাকে হুকুম দিবেন আমি কাজ করবো।
বৃহস্পতিবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের কাশীপুরে সার্বজনীন মিলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উন্নয়ন কাজের জন্য ১৫-২০ হাজার কোটি টাকার কাজ এনেছেন বলে মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা শেখ হাসিনার উপরে ভরসা করে রাজনীতিটা করি। উনার কাছে যা চাই তা পাই। নারায়ণগঞ্জে আমার মনে হয় ১৫-২০ হাজার কোটি টাকার কাজ আমি আনতে পেরেছি। লিংক রোড হচ্ছে, ডিএনডি হচ্ছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন রোড ১শ ফিট চওড়া হবে। এই কাজগুলি আমি করছি।