জয়পুরহাটে হেরোইন ও ইয়াবাসহ ৪ মাদকসেবি আটক
রিপোর্টার(এস এম মিঠু)
জয়পুরহাট জেলার কালাই থানায় মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র)/এসএম জুবায়ের হোসেন, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ হুমায়ন কবির, কং/৬৯৯ মোঃ শহিদুল ইসলাম, কং/৬৬ মোঃ হাফিজুর রহমান, কং/১২৬ মোঃ জুয়েল রানা, ড্রাই কং/১৮৬ মোঃ শামীম হোমেন সকলেই কালাই থানা, জয়পুরহাট ইং ১৭/০৩/২০২২ তারিখ ২৩:০৫ ঘটিকার সময় কালাই থানাধীন
পাঁচগ্রাম (পশ্চিমপাড়া) গ্রামস্থ মোঃ রফিকুল ইসলাম @পচা (৪২), পিতা- মৃত আফসার আলী, এর পশ্চিম দুয়ারী শয়ন ঘরের বারান্দা হইতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মুনসুর আলী (৩৭), পিতা-মৃত মনির উদ্দীন, ২। মোঃ জাহিদুল ইসলাম (২৮), পিতা- মোঃ হাবিবুর রহমান, ৩। মোঃ মামুনুর রশিদ (৩০), পিতা- মোঃ আশরাফ মন্ডল, ৪। মোঃ সাজিদ হোসেন (২৩), পিতা- মোঃ মুনসুর রহমান সর্ব সাং- পাঁচগ্রাম পশ্চিমপাড়া, থানা-কালাই, জেলা- জয়পুরহাটগণকে সর্বমোট ১। ০৭.৫ (সাত দশমিক পাঁচ) গ্রাম হেরোইন, মূল্য অনুঃ ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা, ২। ০৪(চার) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০.৪ (দশমিক চার) গ্রাম, মূল্য অনুমান ১,২০০ (এক হাজার দুইশত) টাকা। সহ গেফতার করা হয়।
উল্লিখিত ঘটনায় কালাই থানার ,এফআইআর নং-১৭/৪৩, তারিখ- ১৮ মার্চ, ২০২২; সময়- ০০:৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(খ)/৩৬(১) সারণির ৮(ক)/৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।