স্টাফ রিপোর্টঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় এক তরুন সাংবাদিকের মায়ের উপর হামলা করেছে একই এলাকার একদল সন্ত্রাসী। ভুক্তভোগী নারী রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা’র সদস্য সাহেদুজ্জামান সাকিব এর মা।
সাহেদুজ্জামান সাকিব সরকারি তিতুমীর কলেজের অনার্স ৩য় বর্ষের মেধাবী ছাত্র। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ভোগদখলকৃত জমি অবৈধভাবে বেদখল দিতে গেলে তিনি তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আসামিরা ভুক্তভোগীর ওপর হামলা করে। হামলায় হাত ও পিঠে জখম সহ পরনের কাপড় ছিড়ে মারাত্বক শ্লীলতাহানি ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ এডিএম গোলাম রসুল বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ঘটনায় রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি এবং বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ,তিতুমীর কলেজ শাখার পক্ষ থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।