আনোয়ারুল,সরকারি তিতুমীর কলেজঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত মোঃ আজহারুল ইসলাম (২৩) নামের এক ছাত্র সড়ক দুর্ঘটনায় প্রান হারায়।আজহারুল সরকারি বাঙলা কলেজে অনার্স ২য় বর্ষ (২০১৯-২০) সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিয়মিত মেধাবী ছাত্র ছিলেন।
লেখাপড়ার পাশাপাশি সে কুমিল্লায় “রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন” নামের একটি এনজিওতে চাকরি করে পরিবার চালাতেন। আজ সোমবার (০৭-০৩-২০২২) কুমিল্লার জেলার দেবীদ্বার উপজেলায় বিকাল ৩টার দিকে মেইন রোডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক এসে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে সেখানেই প্রান হারায় আজহারুল। সঙ্গে সঙ্গে ট্রাক ড্রাইভার ও হেল্পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন দৌঁড়ে এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা যায় যে, তার পকেটে থাকা পরিচয়পত্র ও তার মোবাইল থেকে নাম্বার সংগ্রহ করে তার বাসায় জানানো হলে তার পরিবার থেকে তাকে নেওয়ার জন্য রওনা দিয়েছে কুমিল্লার উদ্দেশ্যে ।মৃত আজহারুলের গ্রামের বাসা নেত্রকোনা জেলায়। মধ্যবিত্ত পরিবারের কারনে লেখাপড়ার খরচ তাকেই জোগাড় করতে হতো।
ঘটনাটি শুনার পর তার সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
তার সহপাঠি তমাল,তুষার আল আমিন,রেফাজ বলেন, অনেক শান্তশিষ্ট একটি ছেলে ছিলো।আমাদের ডিপার্ট্মেন্টের মধ্যে খুবেই উদার মনের একজন বন্ধুকে হারালাম।সবার সাথে খুব সহজেই মিশতো আজহারুল।একসঙ্গে আমরা ফুটবল,ক্রিকেট খেলতাম।যখনি তার মৃত্যুর সংবাদ শুনি, মনে হলো আমরা যেনো কি একটি মূল্যবান জিনিস হারালাম।তারা আরো বলেন, আমরা আগামীকাল কলেজে গিয়ে ডিপার্টমেন্টের ম্যাম ও স্যাররা সহ তার রুহের জন্য দোয়ার আয়োজন করবো।