নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম (৫৫) হত্যায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
আজ এক বিবৃতিতে দোষিদের বিরুদ্ধে দুষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান জাতীয় পার্টি মহাসচিব।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নেতা গোলাম আযমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সভ্য সমাজে এমন হত্যাযজ্ঞ মেনে নেয়া যায় না। আমরা চাই, গোলাম আযম হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব।
বিবৃতিতে পঞ্চগড় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।