নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ইব্রাহীম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের ক্রোক্রেরচর এলাকায় পূর্বের দ্বন্ধ নিয়ে মারামারি এক পর্যায়ে নিহত ইব্রাহীমের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করা হয়। এ সময়ে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে ৫ মার্চ ভোরে তিনি মারা যায়।
নিহত ইব্রাহীম ঐ এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত পারভীন ও ইয়াসিন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও এলাকাবাসীর ঘটনার বিবরণ দিয়ে বলে , বেশ কিছুদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব শুরু হয়। ঘটনার দিন সন্ধ্যায় একটি ওয়াজ মাহফিলে ইব্রাহীমকে দেখতে পেয়ে মারধর করা হয়। এক পর্যায়ে অভিযুক্ত পারভীন চাইনিজ কুড়াল দিয়ে ইব্রাহীমের মাথায় আঘাত করে। এ সময়ে শাকিল, ইয়ানুস, ইয়াসিন, শাওন, সেলিম, রিফাত সহ বেশ কয়েকজন এলোপাথারি মারধর করে। গুরুত্বতর অবস্থায় ইব্রাহীমকে নগরীর ১০০ শয্যা হাসপাতালে (ভিক্টোরীয়া) আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রের্ফাড করেন। পরবর্তীতে ভোরে ইব্রাহীম মারা যায়।
এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে সকলকে জানান।
ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী জানান, এর আগেও এলাকাতে কিছু বখাটে ছেলেরা নানা ভাবে অশান্তির সৃস্টি করেছে। আমি বেশ কয়েকবার তাদের সর্তক করেছি। কিন্তু এবার হত্যাকান্ড ঘটিয়ে ছাড়লো। আমি প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আহবান জানাই।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এতে ইব্রাহীম নামের একজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। পারভীন ও ইয়াসিন নামের দুজনকে আটক করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।