নিজস্ব প্রতিবেদক ঃ
আজ একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে, দেশে করোনা সংক্রমণ কমে এসেছে। আমরা আশাকরি শীগগির সব শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক প্রক্রিয়ার চলে আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা . দীপু মনি।
আজ ২ মার্চ বুধবার ঢাকা কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন , ‘ অসমাপ্ত আত্মজীবনী ‘ গ্রন্থ বিতরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘ রাজনীতির কবি ‘ প্রকাশনা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজ প্রাথমিকের ক্লাস শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা আশাকরি শিগগিরই মাধ্যমিককের ক্লাস শুরু হবে। আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজে উপস্থিত হলেও আমি কথা বলেছি সমস্ত শিক্ষার্থীদের জন্য। করোনার এই দীর্ঘ সময়ে এক ধরণের ট্রমার মধ্যদিয়ে শিক্ষার্থীরা গিয়েছে, আমরা আশাকরি এ ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদের গুছিয়ে নিবে। পূর্বের ঘাটতি মিটিয়ে নিতে শিক্ষার্থীরা যেমন কাজ করতে, তারাও প্রচেষ্টা চালাবেন।
শিক্ষার্থীদের সকল ঘাটতি মেটানো সম্ভব না জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করবো এ বর্ষ এবং আগামী বর্ষের শিক্ষার্থীদের যা ঘাটতি হয়েছে তা মেটাতে পারবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমাদের যিনি জন্মদেন তিনিই শুধু আমাদের মা নয়, ভাষা আমাদের মা, দেশ আমাদের মা। এই তিন মাকে যখন আমরা ভালোবাসতে পারবো তখনই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন।
মন্ত্রী বলেন, আজ আপনাদের হাতে দেওয়া “অসমাপ্ত আত্মজীবনী” পড়বেন। বঙ্গবন্ধুকে জানা মানে দেশ কে জানা।
বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষার ঘাটতি মেটাতে বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর আগে কয়েকটি সপ্তাহ শিক্ষার্থীদের বিশেষ ক্লাস এবং এসেসমেন্ট করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
১লা জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই না পাওয়ার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, করোনার এই সময়ে আমাদের কাগজ নিয়ে একটা সমস্যায় পড়তে হয়েছিলো। টেন্ডার নিয়েও সমস্যা হয়েছে। অন্য বছরে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হলেও এবার তা পারিনি। বিষয়টিকে আরও সুশৃঙ্খল করতে আমরা ব্যবস্থা নিবো।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতটি কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এ সাতটি কলেজে প্রচুর শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এবং শিক্ষা কারিকুলামে এগিয়ে যাচ্ছে। কিছু সমস্যা রয়েছে যদিও, এগুলোকে কিভাবে সমাধান করা যায়, দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া যায় সে বিষয়টি আমরা দেখছি। আলাদা বিশ্ববিদ্যালয় হওয়া দাবি অবান্তর বলেও জানান তিনি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সভাপতিত্ব করবেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ।