স্টাফ রিপোর্টার(মোঃ মিঠু মিয়া)
জয়পুরহাট সদর থানা থেকে তিন মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনার তীরে বেল-আমলা গ্রামে বার শিবালয় মন্দির অবিস্থত । এটা বাংলাদেশের সবচেয়ে বড় শিব মন্দির, অনেকেই বলে থাকেন এটা এই উপমহাদেশের সবচেয়ে বড় শিব মন্দির ।
বাংলাদেশের একই স্থানে ১২ টি শিব মন্দির একমাত্র এখানেই আছে । বার শিবালয় মধ্য যুগীয় হিন্দু স্থাপত্য শিল্পের একটি অনবদ্য দৃষ্টান্ত ।
কথিত আছে বেল-আমলা গ্রামে রাজীব লোচন নামে একজন অগাধ ধনশালী জমিদার বাস করতেন । সম্পদের প্রাচুর্যতার কারনে তাকে ইতিহাসে জগৎশেঠ -এর সাথে তুলনা করা হয়। জনশ্রুতি মতে রাজীব লোচন ছিলেন ধর্ম ভীরু কায়াস্ত।
বেল-আমলার বাবু রাজীব লোচন ১৭০০ সালে এই বার শিবালয় মন্দির গুলো নির্মান করেন । এই মন্দিরের নামে বর্তমানে এলাকার নাম বেল-আমলার পরিবর্তে বার শিবালয় হয়েছে ।
এই বারো শিবালয় মন্দিরের ১২টি জ্যতিলিঙ্গ আলাদা আলাদা নাম আছে ।
জ্যতিলিঙ্গ গুলোর নাম
হলো:- ১) সোমনাথ জী ২) মল্লিকার্জুন জী ৩) মহাকালেশ্বর জী ৪) ঔঁঙ্কাকারেশ্বর জী ৫) বৈদ্যনাথ জী ৬) ভিমশঁঙ্কর জী ৭) রামেশ্বর জী ৮) নাগেশ্বর জী ৯) কাশীবিশ্বনাথ জী ১০) এ্যম্বকেশ্বর জী ১১) কেদারনাথ জী ১২) ঘৃষ্ণেশ্বর জী ।