গতকাল জাতীয় পার্টির যে সকল চেয়ারম্যান ও নেতাকর্মী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের প্রচারণায় অংশ গ্রহন করছে ২-১ দিনের মধ্যে তারা আবার নৌকার প্রচারণায় নামতে বাধ্য হবে।জাতীয় পার্টির কেন্দ্র থেকে নৌকার সমর্থনে তাদের অবস্থান পরিস্কার করবে- আঃলীগের কেন্দ্রীয় নেতা আবদুর রহমান।
নিজস্ব প্রতিবেদন ঃ- আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আজ আঃলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মত বিনিময় সভা করে।মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা শুরুতেই সিটি নির্বাচনে আঃলীগের এমপি শামীম ওসমান ও জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানের তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে আঃলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ রহমান বলেন-শামীম ওসমান যদি নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে আমরা তদন্ত করবো তদন্তে প্রমান হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আর সেলিম ওসমান যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ও তাদেরনেতাকর্মী নিয়ে তৈমুর আলম খন্দকারের নির্বাচন করে তাদের বিরুদ্ধে ও আমরা কেন্দ্রে জানাবো।জাতীয় পার্টি নারায়গন্জে তাদের অবস্থান পরিস্কার করতে বলবো। তারা যদি আমাদের সাপোর্ট না করে তবে আমরাও তাদের সাথে আমাদের জোট রাখবো কিনা সেটা নিয়ে চিন্তা করবো।। আমরা আশা করি ২-১ দিনের মধ্যে তারা আমাদেরকে জাতীয় পার্টির অবস্থান নিশ্চিত করবে এবং তারা নৌকার পক্ষে ভোট চাইতে নামবে।
এব্যপারে নাগরিক সমাজের একজনর সাথে কথা বললে তিনি বলেনঃ- আঃলীগ সিটি কর্পোরেশন নির্বাচন কে যেভাবে গুরুত্বসহকারে নিয়েছে তাতে মনে হচ্ছে-শীঘ্রই শামীম ওসমান আইভীর পক্ষে ভোট চেয়ে তার অবস্থান পরিস্কার করবে বা করতে বাধ্য হবে।একইভাবে বন্দরের জাতীয় পার্টির ৪ ইউনিয়ন চেয়ারম্যান গতকাল যেভাবে তৈমুর আলম খন্দকারের জন্য ভোট চাইছে সেই তারাই আবার নৌকার পক্ষে ভোট চাইতে বাধ্য হবে।আর একেই বলে ঠেলার নাম বাবাজি”
অপরদিকে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভি আজ সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- আসলে তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী না।তৈমুর আলম খন্দকার হলো নারায়ণগঞ্জের গড ফাদার শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানদের প্রার্থী।
আইভীর এ বক্তব্যই প্রামাণ করে আসলে আঃলীগ নির্বাচন কে ঘিরে কতটা বিভক্ত। তৈমুর যে ওসমান পরিবারের প্রার্থী তা গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যানদের তৈমুর আলম খন্দকারের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহনই প্রমান করে।
গতকাল থেকে নির্বাচন কে ঘিরে নারায়ণগঞ্জবাসী আইভি বনাম তৈমুর না আসলে আইভী বনাম ওসমান পরিবারের যুদ্ধ দেখতে পাচ্ছে। এবং এটাই বর্তমানে টক অফ দ্যা কান্টি।
এদিকে বন্দরের ভোটারদের মাঝেও তৈমুরকে জাতীয় পার্টি নেতাদের ভোটে প্রচারণা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমান চলছে।
জাতীয় পার্টি ও বিএনপির সমর্থকেরা বলছে তৈমুর আলম খন্দকার সতন্র প্রার্থী তাই আমরা তৈমুরের নির্বাচন করতেই পারি।
আবার আঃলীগের নেতাকর্মীরা বলছে- সারা বছর জ বাংলা জয় বঙ্গবন্ধু বলে।শেখ হাসিনার গুনগান করে আঃলীগ নেতাকর্মীদের কোনঠাসা করে রাখে আর নির্বাচনে শেখ হাসিনার নৌকা ডুবাগে বিএনপির প্রার্থী কে সাপোর্ট করে।আগামীতে তারা বন্দরে জাতীয় পার্টির এমপি দেখতে চান না বলেও মন্তব্য করেন।
তবে শামীম ওসমান পন্থী আঃলীগ নেতাকর্মীরা নীরব ভুমিকা পালন করছে।তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।অবস্থা বেগতিক দেখলে তারাও আইভীর পক্ষে নির্বাচনে নামবে বলে একজন কর্মী নিশ্চিত করেছেন।