নাসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির হোসেন বলেছেন আপনাদের মল্যূবান পবিত্র আমানত ভোটা টি ভালো সুযোগ্য জনপ্রতিনিধি কে দিয়ে নির্বাচিত করলে এর সুফল আপনারা ইহকাল ও পরকালে যেমনি ভোগ করবেন ঠিক তেমনি অযোগ্য প্রার্থী কে জনপ্রতিনিধি বানালে কু-ফল ও আপনাদের ভোগ করতে হবে।
তিনি মঙ্গলবার দিনব্যপী ১৬নং ওয়ার্ডের ১নং বাবু রাইল এলাকায় গন সংযোগ কালে উল্লেখিত কথাগুলো বলেন।
ভোটারদের সাথে পরিচিত হয়ে ভোট প্রার্থনা কালে কবির হোসেন আরও বলেন, আমি বলি না আমি যোগ্য ভালো প্রার্থী তবে মহান আল্লাহ্ আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞাণ বুদ্ধি দিয়েছেন তা থেকে বিচার বা প্রার্থীদের মধ্যে তুলনা করে যাকে ভালো ও সুযোগ্য মনে করবেন তাকে আপনার মূল্যবান আমানত ভোট টি দিবেন।
একটা কথা মনে রাখবেন সু পাত্রে স্বর্গবাস আর অসৎ পাত্রে সর্বনাশ। আমি নতুন প্রার্থী হিসেবে আপনাদের থেকে এই অল্প সময়ে যেটুকু আদর স্নেহ ভালোবাসা সহ দোয়া পেয়েছি এরজন্য মহান আল্লাহ্ রাব্বুল আল আমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সব কিছুই যেহেতু মহান আল্লাহর ইশারায় হয় নির্বাচনে আমার প্রার্থী হওয়াটা
মহান আল্লাহর হুকুমেই হয়েছে।
আমি এসেছি আপনাদের সেবা করতে কারণ আমার বাবা মা নেই আমি এতিম। আপনাদের দশের সেবার মাধ্যমে আমি আমার প্রয়াত কবরবাসী বাবা মা’র বিদেহী আত্মার জন্য যদি কিছু টা শান্তি দিতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া।
আমি নির্বাচনে যেহেতু আল্লাহর হুকুমে দাঁড়িয়েছি সেহেতু আপনাদের ১৬নং ওয়ার্ডের প্রতিটি অসহায় দরিদ্র মানুষের সেবা করতে চাই। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ওয়ার্ডে এমন জন প্রতিনিধি কে ভোট দিয়ে নির্বাচিত করবেন যে জন প্রতিনিধির ধারা আপনাদের সমাজের১০টি অসহায় দরিদ্র মানুষ উপকৃত হয় এবং যাকে আপনারা সুখে দুখে নিজের সন্তানের মতো সেবক হিসেবে কাজ করবে। গন সংযোগ শেষে পাক্কারোড় গার্মেন্টস গলিতে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহনের মাধ্যমে দিনের কর্ম সূচী সমাপ্ত করেন।