যে যোগ্য প্রার্থী আল্লাহর দিকে চেয়ে তাকে আপনারা ভোট টি দিবেন : কাউন্সিলর প্রার্থী কবির হোসেন
নাসিক নির্বাচনে ১৬নং ওয়ার্ডে যে কজন কাউন্সিলর প্রার্থী দাঁড়িয়েছে তাদের মধ্যে যে যোগ্য প্রার্থী আল্লাহর দিকে চেয়ে তাকে আপনারা ভোট টি দিবেন এটা আমার অনুরোধ গণ সংযোগের সময় ওয়ার্ডবাসীর কাছে ভোট প্রার্থনা কালে উল্লেখিত কথাগুলো বলেছেন,দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন বি কে এম ই এর পরিচালক, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ- সভাপতি, দেওভোগ পানির ট্যাংকি জামে মসজিদের সভাপতি ও নাসিক ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী কবির হোসেন।
শনিবার সকালে নাসিক ১৬নং ওয়ার্ডের , দুই নম্বর বাবুরাইল ও এক নম্বর বাবুরাইলের ঋষি পাড়ার মনিপাড়া এলাকায় ভোট প্রার্থনা কালে তিনি আরো বলেন, মহান আল্লাহ তায়ালা আমাকে অর্থ সন্মানের কোন অভাবে রাখেন নি।
মহান আল্লাহর রহমতে ও দয়ায় আর আপনাদের দোয়া ও ভোটে আমি একজন শিল্পপ্রতিষ্ঠানের মালিক সেই সাথে দেশের বৃহত্তম দুটি ব্যবসায়ী সংগঠনের কর্ণধারের দায়িত্বে আছি। সেজন্য মহান আল্লাহর দরবারে আমি কোটি কোটি শুকরিয়া আদায় করি। তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই কোন ধরনের ফায়দা লুটতে অর্থের লোভে আমি নির্বাচনে আসিনি। মহান আল্লাহর কসম খেয়ে বলছি আমি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো এ বিষয়টি নিয়ে কোনদিন চিন্তাও করিনি।
আমি যেহেতু একজন মুসলমানের সন্তান সেহেতু আমি খুবই ভালো ভাবে জানি যে মহান আল্লাহর হুকুম,ইচ্ছে ও রাজিখুশি ছাড়া পৃথিবীতে কোন কিছুই হয় না। সেই সূত্র ধরেই আমি বলছি মহান আল্লাহ্ ইচ্ছে হয়েছে বলেই কাকতলীয় ভাবে এই নির্বাচন করছি।
আমি জীবনে বহুকষ্ট করেছি না খেয়েও থেকেও মহান আল্লাহ্ ছাড়া কারো কাছে জীবন হাত পাতি নাই সুযোগ থাকারপরও কারো সম্পদ মেরে খাই নাই। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম চেষ্টারপর যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছি তখন থেকেই সমাজের অসহায়দের পাশে দাড়িয়েছি। কারণ সমাজের অসহায় অবহেলিত মানুষের সেবা করাতে যে কি পরিমাণ শান্তি আর রহমত পাওয়া যায় সেটা আমিই খুবই ভালো করে জানি। মানুষের জন্য কিছু করতে পারলে আমি মনে করি আমার মরহুম বাবা ও মা এর সেবা করছি। তাই ১৬ নং ওয়ার্ডের সন্মানিত বাসিন্দাদের উদ্দেশ্যে ওয়াদা করে বলছি সকলের দেয়া ভোটে ও দোয়ায় মহান আল্লাহ্ আমাকে কাম ইয়াব করালে আমি আমার ওয়ার্ড বাসীকে নিজের বাবা মায়ের মতো করে সেবা করবো ইনশাআল্লাহ।
নির্বাচিত হয়ে আমি মানুষ সাধারণ মানুষকে ধোকা দিতে পারবো না। নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি আমার ওয়াদা পূরণ করবো। আমার প্রথম প্রতিজ্ঞা হচ্ছে, এই ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা। এবং পরের কর্মসূচি থাকবে প্রতিমাসের বেতনের টাকা সহ প্রয়োজনে নীজেস্ব তহবিলের টাকা ভরে প্রতিমাসে একটি অসচ্ছল পরিবার কে সহযোগিতার মাধ্যমে স্বচ্ছল করা।