আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি : আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক টাকা দিয়েছে বিভিন্ন দাতা সংস্থাও আমাকে টাকা দিয়েছে। সে টাকা দিয়ে আমরা প্রচুর কাজ করেছি। আমি চাই এটা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী কদমরসুল ব্রীজের যে টেন্ডার দিয়েছিলেন সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। মানুষের চাহিদা মত কাজ করবো। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন আইভী। তিনি বলেন, আমার সাথে জনগণের সম্পর্ক পুরানো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন। আমি নগরবাসীর কাছে আহ্বান জানাবো আমি কোনদিনও শহরে সন্ত্রাসী করিনি, আমি চাঁদাবাজি করিনি, মানুষের তি করিনি। আমি যা-কিছু করেছি মানুষের কল্যানে করেছি নগরবাসীর কল্যানে করেছি। আমার আহ্বান থাকবে আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি। আমি চাই মানুষ আমাকে আগামী পাঁচ বছর সেবা দেয়ার সুযোগ দেক। আমি যেন তাদের খেদমত করতে পারি।
তিনি আরো বলেন, এ এলাকায় মাঠ নেই স্কুলও নেই। এখানে মাঠের জায়গাও নেই। তারপরেও আমি বলেছি জায়গা একোয়ার করে মাঠ করে দেব। এইরকম যে চাহিদাগুলো আছে সেগুলো সবসময় পূরণ করেছি। নতুন নতুন যে দাবীগুলো সামনে আসছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। এর আগে প্রচার চলার সময় আইভীকে কাছে পেয়ে অনেক নারী ছুটে আসেন। এ সময় তাকে টেনে বুকে তুলে নেন এবং জড়িয়ে ধরে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় বাড়ির ছাদ থেকে, ঘরের জানালা দিয়ে, বারান্দায় এসে আইভীকে স্বাগত জানাতে দেখা যায় উৎসুক নারী-পুরুষ সবাইকে। এ সময় অনেক বয়স্ক ভোটাররাও তাকে এক নজর দেখতে ছুটে আসেন। গণসংযোগের সময় কোথাও কোথাও নারী ভোটারদের ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে তাদের এলাকায় স্বাগত জানাতে দেখা যায়। এ সময় অনেকেই তাকে ফুলের তৈরি নৌকা উপহার দেন। ডা. আইভীকে কাছে পেয়ে কিশোর-কিশোরীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। শত ব্যস্ততার মাঝেও আইভী তাদের নিরাশ করেননি। সেলফি তোলার ডাকে সাড়া দিয়ে তিনি তাদের উৎসাহিত করেন। এ সময় অনেক বয়স্ক ভোটারও তাকে এক নজর দেখতে ছুটে আসেন।
এলাকা ঘুরে বেড়ানোর সময় আইভী ও নৌকা মার্কার পে নানা শ্লোগান দেওয়া হয়। শ্লোগান উঠে ‘আইভী আপার মার্কা, নৌকা, নৌকা।’
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, কমান্ডার আলী হোসেন, এহসান কবির রমজান, আব্দুল মোতালিবসহ আরো ৩০-৪০জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন চাঁনু, আমজাদ হোসেন, দ্বীন মোহাম্মদ দীনু, বায়েজিদ আহাম্মেদ, দেলোয়ার হোসেন, মোবারক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসেন, মুকবুল হোসেন, কামরুল ইসলাম কামরুল, জাকির হোসেন, আসাদুজ্জামান, লিমন, ইস্রাফিল, মুসা শিকদার, আব্দুল মালেক ও আকিবুল্লাসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।#