একটু পাশে দাঁড়াই
লেখক:
শাম্মী আক্তার তন্নী(বেলা)
একটু পাশে দাঁড়াই সেই সব মানুষদের যারা অবহেলিত ও বঞ্চিত,
একটু পাশে দাড়াই সেইসব মানুষদের যারা অসহায়
হাসির আভা ছড়িয়ে সবার মুখে
দুঃখকে জানিয়ে দিই বিদায়
ক্ষুধার্ত মনের আকাশে রঙ ফ্যাকাশে
খাদ্য সেই আকাশে আনে রঙ
অশ্রুর লোনা জল বুনে দুঃখগাথার মালা
মানুষের পাশে দাঁড়িয়ে গড়ি আনন্দের মেলা
অবনত চোখ মাটির পানে শুন্যে মিলায়
পাশে দাঁড়িয়ে সাহস দিই, দুঃখ মিলাই সুখের হাওয়ায়
আকাশ পানে চেয়ে রয় ; আর্তনাদের হাহাকার
বঞ্চিত মানুষের কথা বলে যাবে প্রতিবাদী ছড়াকার
পৃথিবীর জাগতিক ভিড়ে খুঁজে ফিরি মানুষ
যেথায় মানুষ যেন আর না হয় খিদার কষ্টে বেহুশ
প্রত্যেকটা মুখে যেন ফুটে হাসি
কালো হায়েনাদের যেন হয় ফাঁসি
আকাশের নীলে সুখের অবয়ব
দুঃখ দূর করে করব মোরা কলরব
অসহায় দুঃখে ভরা মানুষদের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশকে আরো নিয়ে যাবো এগিয়ে।