ডেস্ক রিপোর্ট: সুমাইয়ার (২৪) সাথে ইয়াছিনের (২৪ ) টানা আট বছর ধরে চলছিলো দুজনের মন দেয়া-নেয়া। গড়ে উঠে গভীর প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কের পরিণতি টানতেই যুবকের দাবী ছিলো বিয়ে করার।কিন্তু সুমাইয়ার পরিবার জানে ইয়াছিন বেকার ও বকাটে স্বভাবের।তাই তাঁদের মেয়ের জন্য ইয়াছিন যোগ্য না তাই সুমাইয়াকে বিয়ে দিয়ে দেয় সেই ছোটকালেই।
দীর্ঘ ৮ আট বছরের সম্পর্ক তারা এখনো ভুলতে পারে নাই। তাই গত শুক্রবার ১০ ডিসেম্বর সন্ধ্যার আগ মুহূর্তে সুমাইয়া তার ছেলে সামিউল (০৪) ও আব্রাহাম (০২) কে নিয়ে বাবার বাসায় আসার কথা বলে দুই সন্তানকে নিয়ে চাচাতো ভাই ইয়াসীন এর সাথে পালিয়ে যায়।
সুমাইয়ার বাবা দুই নাতি সামিউল ও আব্রাহামের নিরাপত্তা ও ক্ষতি হতে পারে এইটা ভেবে সুমাইয়ার বাবা মোক্তার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটা সাধারণ ডাইরি করেন।
সাধারণ ডাইরিতে মোক্তার হোসেন বলেন, নারায়ণগঞ্জ সদর আলীরটেক ইউনিয়ন কুঁড়েরপাড় গ্রামের জালালউদ্দীনের ছেলে ইয়াছিন আমার মেয়ে ও আমার দুই নাতি সহ গত ১০ ডিসেম্বর ২০২১ ইং শ্বশুর বাড়ি থেকে আসার পথে নারায়ণগঞ্জ সদর থানা কুড়েরপাড় এর মেইন রাস্তায় উঠার পথে আমার মেয়ে ও দুই নাতিকে কৌশলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।আমি আমার মেয়ে ও নাতিদের নিয়ে অনেক ভীত কারণ তারা ইয়াসিনের কাছে অনিরাপত্তা হীনতায় রয়েছে।
মোক্তার হোসেন আরো বলেন, ইয়াছিন আমার পাশের বাসার এক ভাইয়ের ছেলে। সুমাইয়া ইয়াসিনের সম্পর্কে চাচাতো ভাই হয়।প্রশাসনের মাধ্যমে আমি আমার মেয়ে ও দুই নাতিকে অতি দ্রুত ফিরে পেতে চাই।আর যদি কেউ আমার মেয়ে ও নাতিদের খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭৮৯৭০০৪২২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।