দূর্গাপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হও” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার জেলার দূর্গাপুরে সারা দেশের ন্যায় আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন (দূর্গাপুর-কলমাকান্দা) উপজেলার আঞ্চলিক শাখার আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০.০০ঘটিকায় দূর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে র্যালি শেষে আলোচনা সভায় আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নব-নির্বাচিত ও দূর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,দূর্গাপুর-কলমাকান্দা উপজেলার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (রতন),যুগ্ম সম্পাদক মনজুরুল হক।এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দূর্গাপুর পৌরসভার কাউন্সিলর বিউটি আক্তার ও মানসুরা বেগম, সাংবাদিক নিতাই চন্দ্র সরকার, কামরুল ইসলাম,কুদ্দুস বেলালী,সজীব মিয়া,রাসেল আহামেদ, আব্দুর রশিদ, হুসাইন হাসান,হৃদয় আহাম্মেদ।এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল অহেদ সুজন, দেলোয়ার হোসেন, মামুন অর রশিদ বাবু।