আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরা।নাসিক ১৪ নং ওয়ার্ডে ইতিমধ্যেই নিজের প্রার্থীতা জানান দিয়েছেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সির মনিরুজ্জামান মনির। তাই এরিমধ্যেই তিনি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন এবং ভোটারদের খোজ খবর রাখছেন।
গত ৩রা ডিসেম্বর (শুক্রবার) মনিরুজ্জামান মনিরকে সমর্থন জানিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেন সামাজিক সংগঠন শিকড়।উক্ত আলোচনা সভায় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন আরো কিছু সামাজিক সংগঠন ও স্থানীয় সচেতন মহল।
নাসিক ১৪ নং ওয়ার্ডের খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন যুবসমাজ।এসময় উপস্থিত বক্তারা বিগত সময়ে মনিরুজ্জামান এলাকায় যে উন্নয়ন করেছেন তা জনগণের সামনে উপস্থাপন করেন।এসময় তারা বলেন,মনিরুজ্জামান পাচ বছরে যে উন্নয়ন করেছেন তা নজিরবিহীন। তারা আরো বলেন মনিরুজ্জামান কাউন্সিলর না থাকা অবস্থায়ও এলাকার যেকোন প্রয়োজনে পাশে ছিলেন।
একই দিনে ওয়ার্ডের ভুইয়ারবাগ এলাকায় সচেতন নারী ভোটারদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত হন মনিরুজ্জামান মনির।এসময় তিনি মহিলা ভোটারদের কথা শুনেন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তিনি বলেন নারীরা আমাদের এই সমাজ বিনির্মানে পুরুষের সমান ভুমিকা রাখেন।বর্তমানে পুরুষদের সাথে পাল্লা দিয়ে নারীরা এগিয়ে যাচ্ছেন। আমি সবসময় নারীদের স্বাধীনতায় বিশ্বাসী। আমি আগামীতে কাউন্সিলর নির্বাচিত হলে যেকোন প্রয়োজনে নারীদের পাশে থাকবো।এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের সর্বাত্মক সুযোগ সুবিধার ব্যাবস্থা করবো।