ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট সজল আব্দুল্লাহ উদ্যোগে নারায়ণগঞ্জ ০৪ আসনের সংসদ সদস্য এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের জন্মদিন পালন করা হয়।
আজ ২১ নভেম্বর (রবিবার) ঢাকার পান্থপথে অয়ন ওসমানের ৩৪ তম শুভ জন্মদিন পালন করে।
এই সময় সজল আব্দুল্লাহ বলেন,অয়ন ওসমান কে শুধু দেশে নয় দেশের বাহিরে মানুষ ও ভালবাসে।এ কে এম অয়ন ওসমান ভাই এর প্রতি অধিক শ্রদ্ধা ও ভালোবাসা দেখে তার ইউনিভারসিটির বিভিন্ন জেলার ফ্রেন্ড এবং বিদেশি ফ্রেন্ড দের মনে এ কে এম অয়ন ওসমান ভাই জান এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায়।
জন্মদিনে উপস্থিত ছিলো সোমালিয়া ফ্রেন্ডস গুডলে,সুলতান,মাহামুদ,জাকারিয়া,হাফিদ,ফারহান,আব্দুল্লাহ,সজল।বাংলাদেশ ফ্রেন্ড রাব্বি,তাজিম,রিয়াজ,সামিম,নাজমুল,নাহিদ,ইলা,লুবনা,লিংকন।