ইসালামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ১৪ নভেম্বর রোববার শিবু মার্কেটস্থ আই এ বি মিলনায়তনে শাখা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় মরহুম পীর সাহেব চরমোনাই ‘শায়খ ফজলুল করিম রহ.এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম সহ সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ।
শরীফুল ইসলাম রিয়াদ বলেন, রুহানিয়াত ও জিহাদ ব্যতীত কোন বিপ্লব সাধিত হতে পারে না, ইশা ছাত্র আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীলদের সর্বদা এই দুই নিয়ামকের সমন্বয় অবলম্বন করতে হবে। পীর সাহেব চরমোনাই (রহ.) ছিলেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন একজন সংগ্রামী সিপাহসালার, তিনি খানকার পীর এবং রাজনীতির মাঠেও সংগ্রামী বীর। তাঁর ঐতিহাসিক স্লোগান ছিল শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। যেকোন ব্যাপারে তার দূরদর্শীতা ছিলো সময়ের চেয়েও অগ্রগামী। তাই তার প্রতিষ্ঠিত সকল সংগঠন ও মিশনগুলো আজ সারা বাংলাদেশ ব্যাপি বিশাল খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। তার দ্বারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা না হলে আজ দেশের জাগতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্বীনের মশাল হাতে নিয়ে ছুটে চলা শিক্ষার্থীদের হয়তো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যেতো।
এতে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল আমিন, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান সহ আরো অনেকে।