বিপি নিউজ ডেস্ক: সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬৯ নং পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি- ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে লাঠিসোটা নিয়ে অরাজকতা ও কেন্দ্র দখলের চেষ্টা করছিলেন।
তবে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কামাল উদ্দিন দাবি করেন, আগে থেকেই লাঠিসোটা এনে সেগুলো সাজিয়ে রেখে এই নাটক করা হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতাকর্মীদেও ওপর র্যাবের লাঠিচার্জের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে র্যাব কর্মকর্তার প্রতি উষ্মা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান। শামীম ওসমানকে কাছে পেয়ে লাঠিপেটার শিকার নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়লেও র্যাব কর্মকর্তা দাবি করেন- কাউকে পেটানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ নেতাকর্মীদের নিয়ে ওই কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মেম্বার প্রার্থী শাহজাহান মাতবরের পক্ষে স্লোগান দিয়ে সিল মারছে বলে অভিযোগ করেন অপর মেম্বার প্রার্থী জাকারিয়া জাকির। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পুলিশ জাকারিয়া জাকিরের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করলে জাকিরের সমর্থকরাও পুলিশের সঙ্গে যোগ দেয়। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতা স্কুলের বাথরুমে আশ্রয় নেন।
দুপুর আড়াইটার দিকে র্যাব সদস্যরা সেখানে গিয়ে পুনরায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটা করেন। ওই সময়ে আটক করা হয় তিনজনকে। তাদের গলায় ঝুলছিল নৌকা প্রতীকের ব্যাচ। বিকেল ৩টায় সেখানে হাজির হন শামীম ওসমান।
এ সময় শামীম ওসমানের কাছে অভিযোগ করে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, আমাদের কুকুরের মতো পিটিয়েছে।
তখন শামীম ওসমান উপস্থিত র্যাব কর্মকর্তাদের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বলেন, ওদেরকে মারি নাই স্যার। ওরা দেখেন এসব জিনিসপত্র নিয়ে (ধারালো অস্ত্র, লাঠিসোটা দেখানো হয়) আসছে। ওখানে ককটেল আছে। তারা এখানেই ছিল। আপনি সবাইকে জিজ্ঞাসা করেন।
জবাবে শামীম ওসমান বলেন, এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। দেখি আপনি পারেন কিনা আর আমি পারি কিনা। আপনি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারিকে চোরের মতো মারবেন!
র্যাব কর্মকর্তা বলেন, আমি সর্বদা চেষ্টা করব। ব্যাপারটা ওই রকম নয় স্যার। চোরের মতো পিটানো হয় নাই স্যার। তাদের প্রতিহত করা হয়েছে। এগুলো নিয়ে আসায়।
এ সময় সাংবাদিকেরা শামীম ওসমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু না বলেই চলে যান।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
নিউজ বিপি২৪// ডেস্ক // আর-১