সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন জাকির হোসেন।আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বিপি নিউজকে দেওয়া এক বার্তায় আলীরটেক ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলামীন জীবন বলেন, আমরা পুনরায় আমাদের সফল চেয়ারম্যানকে আলীরটেক ইউনিয়নবাসীর সর্বোচ্চ ভোটের নির্বাচিত করেছি। আমরা আবারো প্রমান করেছি উন্নয়ন পাগল জাকির চেয়ারম্যানের বিকল্প আলীরটেকে আর কেউ নাই।আগামী দিন গুলোতে আলীরটেক ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগদের সাথে নিয়ে জাকির চেয়ারম্যান আমাদের ইউনিয়নকে এক মডেল ইউনিয়ন হিসেবে রূপ দিবে।
তিনি আরো বলেন,আশা করি গতবারের তুলনায় এইবার আরো বেশি উন্নয়ন হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার নেতা শামীম ওসমান ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমানকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি জাকির হোসেন সাহেবকে নৌকা প্রতীক দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। জাকির সাহেবের স্বপ্ন এলাকায় একটি হাসপাতাল ও ডিক্রির চরে সেতু নির্মাণ করা। জাকির চেয়ারম্যনের নেতৃত্বে অতি দ্রুত এটি বাস্তবায়ন হবে বলে আশা রাখি।আমি জাকির চেয়ারম্যানের জন্য আলীরটেকবাসীর কাছে দোয়া চাচ্ছি। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে নেক হায়াত দান করে।
উল্লেখ্য ১১ নভেম্বর দিনব্যাপী ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা হয়। এ সময়ে নৌকা প্রতীকে জাকির হোসেন ৯টি ওয়ার্ডে মোট ৭৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।