নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের নৌকা প্রতীকে গণমিছিলে জনতার শ্রোত নেমে আসে। মিছিলে হাজার জনতার ঢল নামে। কয়েক হাজার নারী-পুরুষের সমাগামে গণমিছিলটি উল্লাসে পরিনত হয়। নৌকার শ্লোগানে শ্লোগানে কাশিপুরের মাটি কম্পিত হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে কাশিপুর হাটখোলা খেলা মাঠ থেকে গণমিছিল বের হয়ে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা পদক্ষিণ করেন।
এদিকে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের নৌকা প্রতীকে শেষ দিনের প্রচারনায় হাজারো জনতার ঢল নামে। সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ সহ সাধারণ জনগনকে নিয়ে নৌকার গণমিছিল বের করে।
জানা যায়, সাইফউল্লাহ বাদলের নৌকার গণমিছিলে দুপুর ২ টা হতে বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে কাশিপুর হাটখোলা মাঠে জড়ো হতে থাকে। নারী-পুরুষ হাজার হাজার জনতা খেলা মাঠে উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় খেলার মাঠটি। জনতার উপস্থিতি দেখে মনে হয় নৌকার জনসভা পরিনত হয়েছে।
এদিকে গণমিছিলটি হাটখোলা মাঠ থেকে শুরু করে শিকদার বাড়ি হয়ে খিলমাকেট সড়ক পদক্ষিণ করে বাংলাবাজার হয়ে বাবুরাইল তাতীপাড়া সড়ক পদক্ষিণ করে দেওভোগ নাগবাড়ি সড়ক হয়ে দেওভোগ মাদ্রাসা রোড সড়ক পদক্ষিণ করে ভোলাইল বাশমুলির দোকান দিয়ে বাংলাবাজার হয়ে কাশিপুর খিলমার্কেট গিয়ে চেয়ারম্যান প্রার্থী এম সাইফউল্লাহ বাদলের বাসভবনে গিয়ে গণমিছিলটি শেষ করেন।
এদিকে গণমিছিলটি পরিচালনা করেন ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ তার স্বেচ্ছাসেবক টিম। সাজনের অক্লান্ত পরিশ্রমে গণমিছিলটি সু-শৃংখল ভাবে পরিচালিত হয় এবং মিছিলে থাকা লোকজন শৃংখলায় নৌকার শ্লোগান দিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে শান্তিপূর্ণ ভাবে মিছিলটি সমাপ্তি হয়।
গনমিছিলে নৌকার প্রার্থী এম সাউফউল্লাহ বাদলের সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বাবু চন্দনশীল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, ফতুল্লা থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতন, সহপ্রচার সস্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সস্পাদক এমএ সাত্তার, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, শিল্পপতি নাজির হোসেন শিকদার প্রমুখ।