নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর প্রতীক ছিলো নৌকা। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে। তার প্রতীকও নৌকা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগনগর ইউনিয়নে আলহাজ্ব জসিম উদ্দিনকে যে প্রতীক দেয়া হয়েছে সেটাও নৌকা। এই নৌকা প্রতীককে যারা মানে না তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মানে না।
সোমবার (৮ অক্টোবর) বিকেলে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই আরো বলেন, টাকাই যদি সব হতো তাহলে এদেশ আর স্বাধীন হতোনা। তাহলে আমরা স্বাধীন ভূখন্ড পেতামনা। আর যদি কেউ টাকা দিয়েও থাকে তাহলে টাকা নিবেন কিন্তু ভোট দিবেন নৌকায়। আজকে যারা নৌকার বিরোধীতা করেছে তাদের তাদেরকে বলবো এখনো সময় আছে মূল ধারায় ফিরে আসুন। নয়তো যারা নৌকার বিপক্ষে রয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে। নৌকার যে জেয়ার উঠেছে তা কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা। আমি প্রশাসনকে বলবো নির্বাচন যেন সুষ্ঠু হয় সে ব্যবস্থা গ্রহন করুন।
প্রধান বক্তার বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, নির্বাচনের পূর্বে সাধারণ ভোটাররা একটু চিন্তার মধ্যে থাকে। গতবার আপনারা নৌকার প্রার্থী জসিম উদ্দিনকে ভোট দেন নি তাই তিনি জয় লাব করতে পারেন নি। কিন্তু এবার আর কোন সমস্যা নেই কারন এবার আমরা তাকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়েছি। আপনারা সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় নৌকা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, আমি রক্ত মাংসে গড়া মানুষ। ভুল আমার হতেই পারে, যদি আমি কোন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম.এ রাসেল, ব্যাংক কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন মাদবর, গোগনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শিকদার, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।