বক্তাবলীতে সংরক্ষিত মহিলা আসন ১,২ ও ৩ নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছেন এলিজা বেগম। নির্বাচনের শুরুর দিক থেকেই মানুষের কাছে গিয়ে গিয়ে ভোট চাচ্ছেন তিনি, শোনাচ্ছেন ৩ টি ওয়ার্ড নিয়ে তার স্বপ্নের কথা।
খুব ছোট থেকেই এলিজা বেগমের শখ ছিলো জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করা, তার সেই স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতেই টানা দ্বিতীয়বারের মতো মানুষের ভালোবাসা কুড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
বিপি নিউজের এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরুর দিক থেকেই মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের জন্য ভোট চাচ্ছেন তিনি, তিনটি ওয়ার্ডেই তিনি জনগনের যথেষ্ট আশ্বাস ও ভালোবাসা পেয়েছেন। তিনি আরো বলেন, জনগনের আশ্বাসে মনে হচ্ছে কলম মার্কাই এখন জনপ্রিয়তার শীর্ষে। আল্লাহ চাইলে জনগনের ভোটে পাস করে মানুষের সেবা করে যাবো।
প্রসঙ্গত, এলিজা বেগমের নির্বাচনের প্রতীক হচ্ছে কলম মার্কা। কলমের মতো সুন্দর একটি প্রতীক নিয়েই এগিয়ে যাচ্ছেন এলিজা বেগম।
বিপিনিউজ প্রতিনিধি : সজীব হাসান