ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ধর্মঘট প্রত্যাহার করার খবরে সিলেটে সন্ধ্যা থেকে চলাচল করতে শুরু করেছে বাস-ট্রাক। এতে জনমনে স্বস্তি বিরাজ করছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেটসহ সারাদেশে ৪৮ ঘণ্টার বাস-ট্রাক ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। পরে সেই ধর্মঘটের সময় বাড়ানো হয় ৭২ ঘণ্টা- অর্থাৎ রোববার মধ্যরাত পর্যন্ত।
এদিকে, সিলেটে ৩ দিনের ধর্মঘটে সিলেটজুড়ে যাত্রীসাধাণেকে চরম ভোগান্তি পোহাতে হয়।
রোববার দিনে সিলেটে দেখা যায়, গণপরিবহণ না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হন যাত্রীরা। গুণতে হয় কয়েকগুণ বেশি ভাড়া। রোববার সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় আরও বেশী ভোগান্তি পোহাতে হয় সাধিারণ মানুষকে।
এদিকে রোববার (৭ নভেম্বর) সকালে কদমতলি ও কুমারগাঁও বাসস্ট্যান্ড, সিলেট-জকিগঞ্জ সড়ক ও তামাবিল সড়ক ঘুরে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে সিএনজি অটোরিকাশ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ভাড়ায় চালিত মোটরবাইকসহ অন্যান্য ছোট পরিবহন ব্যবহার করেন।
নিউজ বিপি//ডেস্ক /আর -১