বন্দর প্রতিনিধি:
আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন প্রধানকে সমর্থন দিয়ে তার পক্ষে ভোট চেয়েছেন নাসিকের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। তার দাবি ওসমান পরিবারের থেকে আ’লীগের জন্য বেশি ত্যাগ কেউ করেনি। তাই তাদের অনুসরণ করাই শ্রেয়।
তবে একই ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কল্যান্দি পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে দেলোয়ার প্রধানের উঠান বৈঠকে এই সমর্থন জানিয়ে তিনি বলেন
আসলে আমরা এসেছি জনপ্রতিনিধি হয়ে। আমরা এই পর্যন্ত দিয়েই যাচ্ছি। আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত আছি এবং থাকবো। আমাদের নেতা শামীম ওসমান ও আমাদের এমপি সেলিম ওসমান যেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য দেলোয়ার প্রধানকে লাঙ্গল প্রতীক দিয়ে দাঁড় করিয়েছেন। আমি যখন একটা ওয়ার্ডে প্রতিনিধিত্ব করছি আমার তখন কাজ হচ্ছে আপনাদের সেবা দেয়া। আপনারা যদি কোনদিন মনে করেন দুলাল ভাইয়ের কাছে গেলে উপকার হবে, তাহলে নিশ্চিন্তে আমার কাছে চলে আসবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো সেবা করার জন্য। দেলোয়ার প্রধান একজন সুযোগ্য জনপ্রতিনিধি যার কাজের অভিজ্ঞতা আছে কিভাবে কাজ করতে হয় ও মানুষের সেবা করতে হয়। আমি আশা করবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।