নিউজ ডেস্ক :: ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক হও/বিএনপি-জামায়াত-রাজাকারের ষড়যন্ত্র রুখে দাও’- এই স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে বিভোক্ষ মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা-জনতা।
রবিবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপির নামে জামায়াত-বিএনপির কটূক্তির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা-জনতা’র ব্যানারে সর্বস্তরের সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ট্রাক ট্যাংকলরি মালিক সমিতির তারাকান্দি শাখার সভাপতি মোজাম্মেল হক মুকুল। উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখোয়াত আলম মুকুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরীফ আহমেদ নীরব ও জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী।
বক্তারা জামায়াত-বিএনপি, রাজাকার ও রাজাকার বংশদ্ভুতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতই ষড়যন্ত্র করা হোক, মিথ্যা-বানোয়াট গল্প প্রচার করা হোক না কেন, সরিষাবাড়ীর আপামর জনসাধারণের কাছে একটি বিশ্বস্ত নাম ডা. মুরাদ হাসান। কাজেই কোনোভাবেই ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না। কারণ, সরিষাবাড়ীর মাটি-মানুষ ও উন্নয়নের অপর নাম ডা. মুরাদ হাসান। একজন বীর মুক্তিযোদ্ধা