গফরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়।
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে গফরগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র ্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০/১০/২০১ শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র ্যলি থানা চত্বর থেকে বের করা হয়। র ্যলিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, শেষে থানা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মাহফুজা খাতুন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্হিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও দূর্নীতি নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি সাদেকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও থানার অফিসার্স ইনচার্জ মো. ফারুক আহম্মেদ, এস আই জাকির, এস আই জিয়া,এস আই লতিফ,কাউন্সিলর কিরন প্রমুখ।