আগের দিন সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলের পর বৃহস্পতিবার পাল্টা শোডাউন করেছে বিদ্রোহীরা। নতুন নেতৃত্ব প্রত্যাখান ও ত্যাগী-পরীক্ষিতদের দিয়ে কমিটি ঘোষণার দাবিতে এই শোডাউন করেন তারা।
বৃহস্পতিবার বেলা ২টায় কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল বের করেন দলের একাংশের নেতাকর্মীরা। নগরীর তেলিহাওর থেকে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলটি সিটি করপোরেশনের সামনে আসার পর এতে যোগ দেন ছাত্রলীগ মিরবক্সটুলা গ্রুপের নেতাকর্মীরা। পরে বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে চৌহাট্টা পয়েন্টে কিছু সময় অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা ‘ধর্ষকদের মদদদাতা ছাত্রলীগের সভাপতি, মানি না-মানব না’, ‘অছাত্র হঠাও, ছাত্রলীগ বাঁচাও’, ‘১ কোটি ২০ লাখ টাকায় সিলেট ছাত্রলীগ খুন’ এসব স্লোগান সমৃদ্ধ ফেস্টুন বহন করেন।
এর আগের দিন বুধবার সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে কমিটি পক্ষের নেতাকর্মীরা বিশাল মিছিল করেন।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপর থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখান করে লাগাতার নানা কর্মসূচি পালন করে আসছে। ৪০ লাখ টাকা করে ১ কোটি ২০ লাখ টাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ চার পদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ তুলেন তারা।
বিপি নিউজ ডেস্ক :