মুন্সিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জের আয়োজনে ও টিআইবি’র সহযোগীতায় মানববন্ধনটি বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মুহাম্মদ তানভীর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সনাক মুন্সিগঞ্জের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য নুরুন্নবী মুন্না।
মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক মুন্সিগঞ্জের সহ-সভাপতি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত স্বাধীন অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক সংহতি বিনষ্টকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ মানুষ আহতের ঘটনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে মুন্সিগঞ্জ থিয়েটারের সাবেক সভাপতি জনাব হুমায়ুন ফরিদ, হিরন-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম ঢালী ও থিয়েটার সার্কেলের সভাপতি জনাব শিশির রহমান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ জীবন-জীবিকার ওপর প্রায় সপ্তাহব্যাপী চলমান সাম্প্রদায়িক হামলা বন্ধে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসন যথাযথ সময়ে প্রত্যাশিত ভূমিকা পালনে ব্যার্থ হয়েছে এবং চিরাচরিত রাজনৈতিক দোষারোপের বাইরে এখন পর্যন্ত অধিকাংশ স্থানেই প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। পূর্বেও সমস্ত সহিংস ঘটনাগুলোতে একই দৃশ্য প্রতিয়মান। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিলম্বে সমস্ত সাম্প্রদায়িক সহিংসতার সুষ্ঠু বিচার দাবিতে বাংলাদেশের সকল সনাক এলাকায় একযোগে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচীর আলোকে সনাক মুন্সিগঞ্জ উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সনাক মুন্সিগঞ্জের বিভিন্ন দাবিগুলো উপস্থাপন করে ইয়েস সহ-দলনেতা মিনহাজুল ইসলাম, সদস্য সানিকা রানী দাস ও ইমরান হোসেন জিতু। টিআইবি মুন্সিগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য জাহানার বেগম, স্বজন সহ-সমন্বয়ক ফরিদা ইয়াসমিন, সদস্য সালাউদ্দিন ঢালি ও তানিয়া আক্তার, ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা বিলকিস জাহান, সদস্য পুলক দাস, মো: আরিফুল ইসলাম, আফরোজা আক্তার বৃষ্টি, রিংকি রাণী দাস, মোছাঃ নূপুর, সৌরভ তালুকদার, রাজিয়া সুলতানা এবং ইয়েস ফ্রেন্ডস সদস্য মো: ইমরান হোসেন।