বন্দর প্রতিনিধি:
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ বলেছেন,আমি দীর্ঘ দশটি বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম, আপনাদের গোলামী করেছি। আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম। আমার প্রানপ্রিয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান ভাইয়ের বদৌলতে অনেক উন্নয়ন কাজ এই কলাগাছিয়ায় হয়েছে। রাস্তা-ঘাট, মসজিদ মাদ্রাসা ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। হয়তো আর কলাগাছিয়া ইউনিয়নে ৫% কাজ বাকি রয়েছে।যদি আল্লাহ কামিয়াব করে কলাগাছিয়ায় আর রাস্তার কাজ নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়নস্থ মোহনপুর এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন,আমার প্রতিদ্বন্দ্বী শ্রদ্বেয় কাজিম ভাই আমার মুরুব্বি। ওনি আমার বাবার মত। তিনি নির্বাচনি বৈতরণি পাড় হতে কলাগাছিয়ার মা বোনদের গ্যাস দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী সরকারিভাবে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। সেখানে কিভাবে তিনি গ্যাস দিবে। ওনার ভাওতাবাজি জনগন আর খায় না। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে আবোল তাবোল বলছেন৷ কলাগাছিয়ার জনগন কখনো তাকে ভোট দিবেনা। আগামি ১১ নির্বাচনে তিনি চোখে সরষে ফুল দেখবে। আপনারা কোন প্রতারকের ফাঁদে পা দিবেন না। নির্বাচনে আপনাদের ভোটে লাঙ্গল নিরংকুশ জয় পাবে ইনশাল্লাহ।
মোহনপুর এলাকার সমাজ সেবক রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জাপা’র আহ্বায়ক সানাউল্লাহ সানু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী,জেলা যুব সংহতি’র আহ্বায়ক রিপন ভাওয়াল, মহানগর যুব সংহতির আহ্বায়ক মোঃ রুমান, সদস্য সচিব মাহমুদুল হাসান জনি, জাপা নেতা সামসুদ্দিন প্রধাণ, নুর নবী উসমানী, সরদার আবু তালেব, জেলা যুব সংহতি সহ-সভাপতি লিয়াকত আলী,সুমন প্রধাণ, যুগ্ম সম্পাদক প্রদিপ চন্দ্র দাস প্রমূখ।