শেখ হাসিনার পদত্যাগে নারায়নগঞ্জের মধ্যনগরে
তবারক বিতরন ও সভা অনুষ্ঠিত।
ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে অবৈধ সরকার শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় নারায়নগঞ্জের বক্তাবলীর মধ্যনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে তবারক বিতরন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৮আগষ্ট ) দুপুরে নারায়নগঞ্জের সদর উপজেলার ফতুল্লার মধ্যনগরে তবারক বিতরণ ও আলোচনা সভায়
বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি, মৎসজীবীদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকসুর সাবেক সামাজিক আপ্যায়ন সম্পাদক মিলন মেহেদী
এ সময় বিএনপিকে সহমত জানিয়ে সাধারণ জনগন দলে দলে এসে এই বিজয় উৎসবের সাথে একাত্ব পোষণ করে।
এসময় অবৈধ সরকার পতন ও স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ায় সাধারণ মানুষ আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে। সভায় কোটা সংস্কার ও ১ দফা আন্দোলনে নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন কর হয়।
সভায় সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মানে সকলের সহায়তা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত বক্তারা। আলোচনা সভা ও তবারক বিতরণে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন