নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনকে রাজনৈতিক মামলায় কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফতুল্লা থানা বিএনপির এই ৩ নেতা বলেন, আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের জনপ্রিয়তায় ভীত এই ফ্যাসিস্ট সরকার। কারন আলহাজ্ব গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী আদর্শের এক অকুতোভয় সেনাপতি। তিনি জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পেয়েই দ্রুততম সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন করে রেকর্ড গড়েছেন, যা বিগত দুই যুগেও জেলার দায়িত্ব নিয়ে কোন নেতা করে দেখাতে পারেনি। তিনি নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের অতীতের অন্যান্য সময়ের চাইতেও বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেছে। শুধু তাই নয়, সভাপতি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত কেন্দ্রীয় এবং স্থানীয় প্রতিটি কর্মসূচিতে ব্যাপক সফলতা দেখিয়েছে জেলা বিএনপি, যা নারায়ণগঞ্জের সরকার দলীয় শীর্ষ নেতাদের মাথা ব্যাথার কারন হয়ে দাড়িয়েছে। তাই তাকে দমানোর জন্য সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জের বিএনপিকে নেতৃত্ব শুন্য করার ঘৃন্য ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপিকে নেতৃত্ব শুন্য করার সেই নীল নকশা বাস্তবায়নে এবং সরকার বিরোধী আন্দোলনকে রুখতে সরকার আজ আমাদের অভিভাবক আলহাজ্ব গিয়াসউদ্দিনকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবী করছি।