বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসো বন্ধু হাত ধরি,
সুন্দর একটি সমাজ গড়ি
এই স্লোগানকে সামনে রেখে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়, বক্তাবলী পরগণার অন্যতম সামাজিক সংগঠন, বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সংগঠনটি তার সাধ্যমতো বিগত দশ বছর যাবৎ অত্র পরগণার বিভিন্ন গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, অনেকের মন জয় করেছে ও পরিচিতি লাভ করেছে। পাশাপাশি অত্র এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা ও সমাজ বিনির্মানে নানামুখী কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে। এর সবকিছুর মূলে রয়েছে একটি সুন্দর ও দক্ষ নেতৃত্ব।
সংগঠনটির কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায়, গত ১০ই মে চলমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে, সংগঠনটির সংবিধান অনুযায়ী, পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে ও সংগঠনের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে, মুফতি মোঃ মোখতার হোসাইন সাহেবকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন,
এম. এ মতিন – যুগ্ম আহবায়ক
আলমগীর কবির – যুগ্ম আহবায়ক
আহমদ আলী – যুগ্ম আহবায়ক
এডঃ দেলোয়ার হোসেন – যুগ্ম আহবায়ক
নজরুল ইসলাম মাস্টার – যুগ্ম আহবায়ক
ও প্রফেসর সাইদুর রহমান বাচ্চু – সদস্য সচিব।
সংগঠনের সদস্য ও এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গের প্রত্যাশা, আহবায়ক কমিটির মাধ্যমে ঐতিহ্যবাহী সংগঠনটির সুন্দর একটি কার্যকরী কমিটি উপহার দিয়ে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে।