জনি খন্দকারের মৃত্যু নিয়ে দিদার খন্দকারের নামে মিথ্যা অপবাদের প্রতিবাদ!
বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের ফাঁকে পড়ে খন্দকার জনি (৩৯) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ৭ জানুয়ারি (রবিবার) রাতে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত খন্দকার জনি একই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।
বিশ্বস্ত সূত্র জানান, সন্ধ্যার পর জনি খন্দকার ও তার বন্ধুরা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টার পর সে তার বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে ছাদ থেকে চলে যায়।এসময় ভবনটির নির্মাণাধীন লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের তিন শ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানায়, কী কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা সঠিক জানা যায়নি।
তবে উক্ত ঘটনায় দিদার খন্দকারকে জড়িয়ে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় মিথ্যা রটানো হচ্ছে বলে অভিযোগ করেছে দিদার খন্দকার। দিদার খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জনি আমার চাচাতো ভাই। জনির মৃত্যুতে আমি মর্মাহত। কিন্তু আরো কষ্ট পেয়েছি এই কারনে যে একটি মহল এই দূর্ঘটনাকে কেন্দ্র করে আমার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি এই ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ,চিকিৎসার জন্য আমি অনেকদিন যাবত ভারতে অবস্থান করছি। তবুও আমার নামে তারা কেন এই মিথ্যা ছড়াচ্ছে জানিনা।
আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই এই ঘটনার সঠিক তদন্ত করে যারা মিথ্যা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।