শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন ছাড়াই সদর উপজেলার গোগনগর ইউনিয়নের স্বনামধন্য সামাজিক সংগঠন ‘জাগ্রত গোগনগর’ এর ৩০ সদস্যদের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি পদে মোঃ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ রানার প্রতি পুর্ন আস্থা রেখে (২০২৩-২৫ পর্যন্ত) দুই বছরের জন্য তাদেরকে সংগঠন পরিচালনার দায়িত্ব দেন সংগঠনের সদস্যরা। এবার সংগঠনের কার্যক্রমে গতিশীলতা ও কর্মতৎপরতা বাড়াতে গোগনগরের কিছু তরুন, উদ্যমী তরুন ও যুবককেও কমিটিতে স্থান দিয়ে কমিটির আকার বড় করা হয়েছে, উপদেষ্টার পদ সৃষ্টি করা হয়েছে এবং গোগনগরের প্রথিতযশা ও নেতৃস্থানীয় ব্যাক্তিদের সেই পদে পদায়ন করা হয়েছে।
গত ১লা ডিসেম্বর শুক্রবার বিকেলে গোগনগরের সুকুপট্টিতে সকল সদস্য, শুভানুধ্যায়ী, পৃষ্ঠোপোষক ও সামাজিক ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এই কমিটি ঘোষনা করে জাগ্রত গোগনগরের আহবায়ক কমিটি। একই সময় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কমিটির সদস্যদের নাম ঘোষণা করে যুগ্ম আহবায়ক সাব্বির আল হাসান। গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন না এনে বেশ কয়েকটি পদে নতুন মুখকে দায়িত্ব দেয়া হয়েছে। গতকমিটি ২৬ সদস্যের হলেও এবার সেটা ৩০ সদস্যে উন্নীত করা হয়েছে।
এবারের কমিটিতে মোঃ জাকির হোসেন, মোঃ জামাল হোসেন ও মোঃ মনির হোসেনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। নাহিদ হাসানকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ ফয়সাল গাজী ও মোঃ লিমন গাজীকে সহ-সভাপতি, আর এস টুটুলকে যুগ্ম সম্পাদক, সাব্বির আল হাসানকে কোষাধ্যক্ষ, আর. কে. রকি হোসাইনকে সহ কোষাধ্যক্ষ, রোমান রায়ানকে সাংগঠনিক সম্পাদক, মোঃ রাসেলকে সহ সাংগঠনিক সম্পাদক, মোহন বেপারীকে দপ্তর সম্পাদক, রাজীব আকবরকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে।
মোঃ ইব্রাহিম ও মাসুদ রানার নেতৃত্বে সামাজিক ও সমাজহিতৈষী নানা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি বিগত কমিটি গোগনগরসহ নারায়ণগঞ্জে ব্যাপক প্রসংশা ও সম্মান অর্জন করে, তাই এবারো শীর্ষ পদে তাদের উপরই আস্থা রেখেছে সংগঠনটি।
উল্লেখ্য, গত ১লা নভেম্বর ২৬ সদস্যের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষনার সময়সীমা বেঁধে দিয়ে নাহিদ হাসানকে আহবায়ক, সাব্বির ও রোমানকে যুগ্ম আহবায়ক এবং জালাল উদ্দীন আহাদকে সদস্য রেখে ৪ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যেই আহবায়ক কমিটি ৩০ সদস্যের এই পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করে। সদর উপজেলার গোগনগর ইউনিয়নের একদল আত্মপ্রত্যয়ী ছাত্র, তরুন ও যুবকরা ২০২১ সালের ১লা ডিসেম্বর মানবসেবার ব্রত নিয়ে ‘জাগ্রত গোগনগর’ নামে সামাজিক সংগঠন গঠন করে। সংগঠনটি ঘোষিত নতুন কমিটির হাত ধরে এবার ৩ য় বছরে পদার্পণ করলো।