নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়নগঞ্জ-৫ আসনের বার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলতে পারবোনা। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায় বক্তাবলীর পরগণাতে। তারা ২২ টি গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেয়, হত্যা করে ১৩৯ জন নিরীহ মানুষকে। যার মধ্যে ছিলো ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমজীবী, নারী ও শিশু। আমি চাই এই ১৩৯ জন শহীদ ও শহীদের পরিবার যেন তাদের প্রাপ্য সম্মানটুকু যেন পায়।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়নগঞ্জ সদর উপজেলার আলীরটেকের ডিক্রিরচর ফেরিঘাট সংলগ্ন মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে ১৩৯ জন শহিদদের আত্মার মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আজমেরী ওসমানের জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা জানেন বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আমার ছেলে আজমেরী প্রতিদিন শহরে শান্তির মিছিল বের করছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন বাবার আদর্শ নিয়ে সাধারণ মানুষের পাশে সব সময় থাকতে পারে।
অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো শাহীন রাজুর সভাপতিত্বে ও বিপি নিউজের পরিচালক আরিফুর রহমানের তত্ত্বাবধানে এবং বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ আল মামুন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন শাহ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ভাওয়াল রিপন, আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলিনুর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো:মোক্তার হোসেন, পূর্ব চরগরকুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজির হোসেন, শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলী আকবর, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিল্পব সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।