দিন যাচ্ছে আর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইন্টারনেট। নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চরের মানুষ শান্তি প্রিয়।কিছু দিন পর পর ওয়াইফাই লাইনের ক্যাবেল কেটে ডিক্রির চরের মানুষের শান্তি নষ্ট করে এলাকার সবার পরিচিত ছ্যাঁচড়া বাটপার রিয়াদ (৩৩) ও জিলানী (৫০)।তারা এলাকায় ঘুরে ছ্যাঁচড়ামী করে আর অন্যের ক্যাবেল তার কেটে চাঁদা দাবী করে বলে জানা যায়।তাঁদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডিক্রির চর এলাকার মানুষ বেশিভাগ প্রবাসী। ওয়াইফাই ক্যাবেল তার কাটার ফলে বেশি ভোগান্তিতে পড়ে প্রবাসীদের পরিবার ও ফ্রিল্যান্সাররা।
জানা গেছে,এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর আব্দুল করিম বাবুর থেকেও চাঁদা দাবি করে।আব্দুল করিম বাবু চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করলে ওয়ারেন্ট বের হয়।
এলাকাবাসী জানান,নারায়ণগঞ্জ সদর থানার আওতাধীন আলীরটেক ইউনিয়ন ৭নং ওয়ার্ড ডিক্রির চর গ্রামের চিহ্নিত মাদক সেবক ও মাদক ব্যবসায়ী ছ্যাঁচড়া বাটপার রিয়াদ(৩৩)ও তার বাবা জিলানী (৫৫) এর অত্যাচারে চড়াঞ্চলের মানুষ ঠিক ভাবে ওয়াইফাই ব্যবহার করতে পারছে না।
রিয়াদ (৩৩) ও তার বাবা জিলানী (৫৫) নামে নারায়ণগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫ অক্টোবর (রবিবার) একটা ভিডিও রেকর্ডে দেখা যায়,ওয়াইফাই লাইনের ক্যাবেল কেটে যায় রিয়াদ এবং তার বাবা লাইনের মিস্ত্রিদের মারধর সহ গুম করার বিভিন্ন হুমকি প্রদান দেয়।ওয়াইফাই লাইনের ক্যাবেল কাটার পর এতে হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়।
মামলার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার এস আই কাজল চন্দ্র মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এর আগেও আমরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি,তারা এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর আব্দুল করিম বাবুর কাছ থেকেও তারা চাঁদা দাবি করেছে।আমরা অতি দ্রুত তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নিবো।কোন অপরাধী ছাড় পাবে না।
উল্লেখযোগ্য এর আগেও ডিক্রির চর গ্রামের এক ভুক্তভোগী জানান’
“আমার স্বামী প্রবাসী।জামাই সারাদিন কাজ করে যখন বাসায় যায় তখন আমাদের কল দিলে পায় না। কারণ রিয়াদ ও তারা বাবা জিলানী ওয়াফাই ব্যবসায়ীদের তার কেটে দেয়। তারা মাস শেষ হওয়ার আগে বিল তুলে নিয়ে যায় কিন্তু মেইন অফিসে টাকা জমা না দেওয়ায় তাঁদের লাইন বন্ধ থাকে। তাঁদের এই অত্যাচারে আমার বাবুর বাবার সাথে ঠিক মতো কথা বলতে পারি না।বড় ছেলে অনলাইনে কাম করে, ঠিকমত ওয়াইফাই না থাকার কারণে কাম ও করতে পারে না।আমার মতো এলাকার সবাই এমন সমস্যায় আছে।আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এইটার দ্রুত সমাধান চাই,এই বাপ পুতের জ্বালায় আমরা একদিনও শান্তি মতো ওয়াইফাই চালাইতে পারি না”।