বলিষ্ঠ নেতৃত্বে মানবিক কাজে এগিয়ে চলেছে “জাগ্রত গোগনগর”
দক্ষ নেতৃত্ব লক্ষ্য অর্জনের পথে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে থাকে। আর যদি তা কোন মানবিক লক্ষ্যে হয় তাহলে সৎ ও দক্ষ নেতৃত্ব কতোটা সহায়ক ভূমিকা রাখতে পারে তারই জ্বলন্ত উদাহরন ইব্রাহিম, মাসুদ রানা, নাহিদ হাসান, সাব্বির আল হাসান ও মোঃ রোমান। তাঁদের আন্তরিক ইচ্ছা ও অদম্য মনোবল আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে “জাগ্রত গোগনগর”কে।
ইব্রাহিম ও মাসুদ রানাসহ বর্তমান কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর ইউনিয়ন জুড়ে আলোচিত সামাজিক সংগঠন “জাগ্রত গোগনগর” ধারাবাহিক ভাবে তাঁদের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে তাঁরা অসহায় মানুষকে নগদ অর্থ সাহায্য, নিয়মিত রক্তদান, কিশোর ও তরুণদের মাঠমূখী করতে বিভিন্ন ক্রীড়া টূর্নামেন্টের আয়োজন করে চলেছে। অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক প্রচারনা, যা
নিঃসন্দেহে কৃতিত্বের দাবীদার।
২০২১ সালের ১লা ডিসেম্বর মোঃ ইব্রাহিমকে সভাপতি, নাহিদ হাসানকে সহ সভাপতি, সৌদি আরব প্রবাসী মাসুদ রানাকে সাধারণ সম্পাদক, সাব্বির আল হাসানকে অর্থ সম্পাদক ও মোঃ রোমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করা সংগঠনটি স্বল্প সময়েই সাধারণ মানুষের কাছে আস্থা ও মানবিকতার ক্ষেত্র হয়ে উঠেছে।
স্থানীয় লোকজন ও সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মানবিক কাজে তাঁদের সবসময় উৎসাহিত করে থাকেন আলোচ্য দু’জন। তাঁদের নেতৃত্বে অনেক ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি ইব্রাহিম এই প্রতিবেদককে বলেন,আমরা সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছি মানুষের জন্য ও সমাজের জন্য কিছু করতে। আগামীতে মানবিক কার্যক্রম আরও ব্যাপক ভাবে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি।
কথা হয় সাধারণ সম্পাদক প্রবাসী মাসুদ রানার সাথে। তিনি বলেন, এই সংগঠন আমাদের ভালোবাসা ও স্বপ্ন। কারো উপর নির্ভরশীল হয়ে এই সংগঠন পরিচালনা করি না, নিজেরা যতোটুকু পারবো ততোটুকু দিয়েই মানুষের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।
নারায়ণগন্জের বিভিন্ন মহলের নেতৃস্থানীয়গণ ” জাগ্রত গোগনগর” প্রসঙ্গে বলেন, আমরাও চাই অস্থির এই সময়ের বিপরীতে গিয়ে মানুষ ও সমাজের জন্য ভালো কিছু করার মহতি ইচ্ছেটা এই সংগঠনের মাধ্যমে ছড়িয়ে পড়ুক আরও ব্যাপক ভাবে।