রাতে ক্যাবল তার কাটে দিনে ঘুমায় রিয়াদ (৩৩) ও তার বাবা জিলানী।জানা গেছে ওয়ারেন্টভুক্ত আসামী হয়েও এখনো প্রকাশ্যে হুমকি দিয়ে ওয়াইফাই ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে।চাঁদা না দিলেই রাতে তার কাটে ছেলে রিয়াদ,বাবা জিলানী(৫৫)
জানা গেছে,এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর আব্দুল করিম বাবুর থেকেও চাঁদা দাবি করে।আব্দুল করিম বাবু চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করলে ওয়ারেন্ট বের হয়।
নারায়ণগঞ্জ সদর থানার আওতাধীন আলীরটেক ইউনিয়ন ৭নং ওয়ার্ড ডিক্রির চর গ্রামের চিহ্নিত মাদক সেবক ও মাদক ব্যবসায়ী চাঁদাবাজ রিয়াদ(৩৩)ও তার বাবা জিলানী (৫৫) এর অত্যাচারে চড়াঞ্চলের মানুষ ঠিক মতো ওয়াইফাই ব্যবহার করতে পারছে না।
চাঁদাবাজ রিয়াদ (৩৩) ও তার বাবা জিলানী (৫৫) নামে নারায়ণগঞ্জ সদর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে।একটা ভিডিও রেকর্ডে দেখা যায়, এলাকায় যে কেউ ব্যবসা করতে হলে ওদের (চাঁদাবাজ রিয়াদ ও জিলানীকে) মাসে ১ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে,না হয় অফিসের স্টাফদের প্রাণ নাশকের হুমকিসহ মেশিন তার কেটে নিয়ে যাবে বলে হুমকি প্রদান করেন।
অভিযোগের ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার এস আই কাজল চন্দ্র মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এর আগেও আমরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি,তারা এর আগেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর আব্দুল করিম বাবুর কাছ থেকেও তারা চাঁদা দাবি করেছে।আমরা অতি দ্রুত তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নিবো।কোন অপরাধী ছাড় পাবে না।
এছাড়াও অয়ন ওসমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি রিয়াদ নামে কাউকে চিনি না,বিভিন্ন অপরাধীরা আমাদের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব দেখাতে চায়। আমি খুব দ্রুত চাঁদাবাজ রিয়াদের বিরুদ্ধে অ্যাকশন নিবো।এই ব্যাপারে জিজ্ঞাস করার জন্য অয়ন ওসমানের প্রতিনিধি চাঁদাবাজ রিয়াদকে কল করে পায় নি।
ডিক্রির চর গ্রামের এক ভুক্তভোগী জানান,আমার স্বামী প্রবাসী।জামাই সারাদিন কাজ করে যখন বাসায় যায় তখন আমাদের কল দিলে পায় না। কারণ রিয়াদ ও তারা বাবা জিলানী ওয়াফাই ব্যবসায়ীদের তার কেটে দেয়। তারা মাস শেষ হওয়ার আগে বিল তুলে নিয়ে যায় কিন্তু মেইন অফিসে টাকা জমা না দেওয়ায় তাঁদের লাইন বন্ধ থাকে। তাঁদের এই অত্যাচারে আমার বাবুর বাবার সাথে ঠিক মতো কথা বলতে পারি না।বড় ছেলে অনলাইনে কাম করে, ঠিকমত ওয়াইফাই না থাকার কারণে কাম ও করতে পারে না।আমার মতো এলাকার সবাই এমন সমস্যায় আছে।আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এইটার দ্রুত সমাধান চাই,এই বাপ পুতের জ্বালায় আমরা একদিনও শান্তি মতো ওয়াইফাই চালাইতে পারি না।
আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির সাহেবের সাথে কথা বললে তিনি জানান, ওরা খুব খারাপ লোক, এলাকায় জামেলা সৃষ্টি করে। আমি আমার লোকদের বলে দিছি সমাজের এইসব মানুষ যেন এলাকার শান্তি নষ্ট না করে। আমরা তাঁদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছি।