শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন কমিটি ঘোষনার পরপরই নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনির্বাচিত সভাপতি সামিউন সিনহা।
গত ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদউল্যা ও সাংগঠনিক সচিব ফরিদ উদ্দীন আহম্মদ রতনের সাক্ষরে সামিউন সিনহাকে সভাপতি ও মাজেদুল ইসলাম রিমিকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগরের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনার পরপরই নবনির্বাচিত সভাপতি সামিউন সিনহা নারায়ণগঞ্জের তরুণদের পথ প্রদর্শক একেএম অয়ন ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন। সামিউন সিনহা বলেন, অয়ন ওসমান ভাই আস্থা রেখেছেন বলেই এই সংগঠনের মহানগর শাখার দায়িত্ব পেয়েছি। বর্তমানে অয়ন ওসমান ভাইয়ের দিক নির্দেশনায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদকের মতো গুরু দায়িত্বও নিষ্ঠার সাথে পালন করে চলেছি। তারই অনুপ্রেরণায় ফতুল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নানা সামাজিক ও সমাজকল্যাণমুলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছি। আজকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন নেতৃত্ব সৃষ্টির যে লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে মহানগর শাখার সভাপতি করেছে, সে দায়িত্ব আমি সকলের সহযোগিতা নিয়ে যথাযথভাবে পালন করবো। সেই সাথে জননেত্রী শেখ হাসিনা ও জননেতা আলহাজ্ব শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবো।