মহিউদ্দিন লিমন আমতলী(বরগুনা)প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহাম মুসলমানদর ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কারআন শরিফ পুড়ানার ঘটনার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার জুমার নামাজ বাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছ।
আমতলী কেদ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আলহাজ্ব সামস্জ্জুাহার আহবানে আমতলী কেদ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিন করে । এতে সর্বস্তরের মুসলিম জনতা উপস্হিত হয়ে প্রতিবাদ জানান।
মিছিলের নেতৃত্ব দেন, আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাে. মজিবুর রহমান , বরগুনা জেলা পরিষদ সদস্য আহুরজ্জামান খান আলমাস, আমতলী উপজলা আওয়ামীলীগর যুগ্ম সাধারন সম্পাদক মাে. হারুন অর রশিদ , যুগ্ম সাধারন সম্পাদক কাউন্সিলর মাে. জাহিদুল ইসলাম জুয়েল তালুকদারসহ উপজেলার বিভিন মসজিদর ঈমাম ও শত শত ধর্মপ্রান মুসুল্লিরা অংশ গ্রহন করপন।
বিক্ষাভ মিছিল শেষে আমতলী চৌরাস্তায় পথ সভায় বক্তারা সুইডনের সকল পন্য বয়কট ও কােরআন অবমাননাকারীক কঠার শাস্তির দাবী জানান।