নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ গত ২৮ শে জুলাই সুইডেনে কুরআন অবমাননায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৭ই আগষ্ট রোজ শুক্রবার জুম্মার নামাজের পর ফুলবাড়ীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় একই সময়ে সুইডেনের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল প্রতিবাদ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা । ফুলবাড়ীর বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের জামায়াতের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সমাবেশে মোঃ রানা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মাস্টার। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান রাস্তাগুলি তে প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত করে।
বিক্ষোভ মিছিলে ফুলবাড়ী উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমানসহ প্রায় ৬০০ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম বলেন,গত ২৮ শে জুলাই সুইডেনে কুরআনের অবমাননায় গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে আঘাত হেনেছে তারা।মুসলিমদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে তাদের এই এই কুরআন অবমাননায়।তাই তিনি সবাই কে সুইডেনের সকল পন্য বর্জন করতে অনুরোধ করেন। তিনি আরো বলেন, সুইডেনের এই কুরআন অবমাননায় বাংলাদেশ সরকার নিন্দা প্রকাশ করায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
মিছিল শেষে জামায়াতে ইসলামী নাওডাঙ্গা ইউনিয়ন শাখার আমীর জনাব সামসুল হুদা বাবুল জানান, দীর্ঘ ১৬ বছর পর আমরা ফুলবাড়ীতে আজ নিজ দলের হয়ে এমন বিক্ষোভ মিছিল সুষ্টুভাবে করতে পেরে শুকরিয়া করছি এবং সেই সাথে ফুলবাড়ি থানার প্রশাসন কে ধন্যবাদ জানান।তিনি বলেন প্রশাসনের কারনেই আজ আমরা এতো সুন্দরভাবে বিক্ষোভ মিছিল করতে পেরেছি।