বিপি নিউজ স্পোর্টস ডেস্ক।।
২০০৯-২০২৩ দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ফরাসী গ্রেট ফুটবলার করিম বেনজেমা ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।সব শুরুর শেষ হয়।এই কথাকে সত্যি প্রমান করে শেষের ঘোষণা এলো আজ ৪ জুন রবিবার।
এতোদিন বিশ্ব মিডিয়ায় গুঞ্জন চলছিলো,বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন।আজকের ঘোষণায় তাই সত্যি হলো।আজ এক সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি লস ব্লাঙ্কোস জানান,রিয়াল মাদ্রিদ ও আমাদের অধিনায়ক করিম বেনজেমা ক্লাবের ইতিহাসে
একজন কিংবদন্তি হিসেবে গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টানতে ইচ্ছে পোষণ করেছেন।আমরা তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েছি।রিয়াল মাদ্রিদ কৃতজ্ঞতায় আমাদের একজন সেরা কিংবদন্তি তাঁকে সবসময় মনে রাখবে।
তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ হয়ে গেছেন।
২০০৯ সালে ফ্রেন্চ লিগ ওয়ানের দল লিঁও থেকে রিয়াল
মাদ্রিদে যোগ দেন করিম বেনজেমা।২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার আগে রোনালদো, বেনজেমা,গ্যারেথ বেল ছিলেন বিশ্বের সেরা ষ্ট্রাইকারত্রয়ী।রোনালদো চলে যাবার পর নিজের সেরাটা দিয়ে রিয়াল মাদ্রিদকে একের পর এক শিরোপা
এনে দিয়েছেন বেনজেমা।১৪ বছরে রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ,চারটি লা লিগা,তিনটি কোপা দেল রে সহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি।
রিয়ালের হয়ে দূর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্যালন ডি অরও জিতেছেন বেনজেমা।
সংবাদ সম্মেলনে ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি বলেন,আরও এক বছরের চুক্তি ছিলো।তিনি চাইলে সসম্মানে থেকে যেতে পারতেন।কিন্তু নিজেই যাবার ইচ্ছে ব্যক্ত করায় আমরা সম্মান জানিয়েছি।করিম একজন কিংবদন্তি হিসেবে ক্লাবের ইতিহাসের গুরুত্বপূর্ণ
অংশ হয়ে থেকে যাবেন।
উল্লেখ্য,রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন করিম বেনজেমা।মোট ৩৫৩ টি গোল করেছেন তিনি রিয়ালের হয়ে।রোনালদো আছেন এক নম্বরে।
আজ এথলেটিকো বিলবাওয়ের মাঠে রিয়ালের হয়ে শেষবার মাঠে নামবেন বেনজেমা।এথলেটিকো বিলবাও
এই গ্রেটকে বিদায়ী সংবর্ধনা দেবার সকল আয়োজন সম্পন্ন করেছে বলে স্প্যানিশ মিডিয়া জানিয়েছে।
সূত্র মতে শুধু করিম বেনজেমাই নন।এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন এডেন হ্যাজার্ড,মার্কো এসেনসিও,
মারিয়ানো ডায়াজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।
এদের শূন্যতা পূরণে রিয়াল মাদ্রিদ কাদের দলে টানে সেদিকেই দৃষ্টি সকলের।
সূত্র:-মার্কা,আল জাজিরা ও বিবিসি।