বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাহমুদুল হাসান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগন সহ সমগ্র নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মমিন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি,বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা ও মধ্যনগর আদর্শ সমাজ কল্যান সংসদের সভাপতি মাহমুদুল হাসান।
বিপি নিউজে দেয়া এক শুভেচ্ছা বার্তায় মাহমুদুল হাসান বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরে বক্তাবলী সহ সমগ্র নারায়ণগঞ্জবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মুবারাক”।
তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এই কামনা করি। ঈদ হোক সাম্যের, ঈদ হোক শান্তির। ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ। আসুন আমরা সকল বেধাবেধ ভুলে সকলে মিলে ঈদের আনন্দ উদযাপন করি।
এসময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ শামীম ওসমানসহ তার নিজের জন্য ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।