বক্তাবলীবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহসিন খান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনগন সহ সমগ্র বক্তাবলী ইউনিয়নবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা,তরুন সমাজসেবক ইতালি প্রবাসী মহসিন খান।
বিপি নিউজে দেয়া এক শুভেচ্ছা বার্তায় মহসিন খান বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরে বক্তাবলীর ৭ নং ওয়ার্ড রাধানগরের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা “ঈদ মুবারাক”।
তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এই কামনা করি। ঈদ হোক সাম্যের, ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ।
এসময় তিনি সকলের কাছে তার জন্য ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন এবং এলাকার সকল প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে ও আল্লাহ তায়ালার কাছে এলাকার মুরুব্বিদের নেক হায়াত প্রার্থনা করেন।